সারাদেশ

কোনাবাড়ীতে ২২০টি চুলা থেকে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ৫:৪৪:২৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুর জেলা প্রতিনিধি।।গাজীপুরের কোনাবাড়ীতে ২২০টি চুলা থেকে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার বিকেলে কোনাবাড়ী থানাসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি আলমের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান।এতে অংশ নেওয়া তিতাসের চন্দ্রা শাখার সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান,১১টি বহুতল ভবনে এ অভিযান চালানো হয়।এ সময় আদালত অবৈধ চুলা,রাইজার,পাইপসহ মালপত্র জব্দ করেন। এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে বাড়ির মালিকদের দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।চন্দ্রা জোনের অধীনে যত অবৈধ সংযোগ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিনি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহবুব,প্রকৌশলী রায়হান কবির, প্রকৌশলী আতিয়ার চৌধুরী,সহকারী প্রকৌশলী মো. নুরু নবী,উপসহকারী প্রকৌশলী মো. সাইজুল ইসলাম, মো. শফিকুল আলম,মিজানুর রহমান প্রমুখ।

আরও খবর

Sponsered content