অপরাধ-আইন-আদালত

৩ মামলায় ওয়ারেন্ট থাকায় এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে-ডিবি প্রধান, হারুন-অর-রশীদ

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ২:১৯:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।৩ মামলায় ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন-অর-রশীদ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা উল্লেখ করে ডিবিপ্রধান হারুন বলেন,যে পর্যায়ের নেতাই হোক না কেন আইন তার নিজস্ব গতিতে চলে।এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না,হবেও না।’

তিনি আরও বলেন,আইন সবার জন্য সমান।সে রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য যে কোনো ব্যক্তি।কারও বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকে তাকে আইনের আওতায় আনা হবে।’

ওয়ারেন্টের কথা এ্যানিকে থানা পুলিশ বারবার জানানো সত্ত্বেও তিনি হাজির হননি বলে এ সময় উল্লেখ করেন হারুন।

এর আগে মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে আটকের পর আজ বুধবার তাকে দুপুর ১২টায় আদালতে নেয় পুলিশ।বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আরও খবর

Sponsered content