সারাদেশের খবর

এলজিএসপি এর আওতাধীন প্রকল্প বাজেটের কাজে অর্ধেক টাকাও খরচ হচ্ছেনা!

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ১২:৪৪:৪৭ প্রিন্ট সংস্করণ

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি।।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অন্যান্য ইউনিয়নের ন্যায় বুড়াবুড়ি ইউনিয়নের ৪টি রাস্তায় ইউপি উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) থেকে সিমেন্ট কংক্রিট (সিসি) এর কাজ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজকৃত রাস্তার দৈর্ঘ্য ৫৪ফিট, প্রস্থ ১০ফিট ও পুরুত্ব গড়ে ৫ইঞ্চি(তবে কম হওয়ার সম্ভাবনাই বেশি)। যদি রেশিও ধরা হয়, ১:৩:৬।
তাহলে সিমেন্ট লাগবে ২৫ ব্যাগ, বালি ৯৪.৫ সিএফটি, খোয়া ১৮৯ সিএফটি @ ১১ সমান ২০৭৯টি ইট।

খরচ কত টাকা হয় দেখুন,
১। সিমেন্ট = ২৫ ব্যাগ  ৫৫০ টাকা = ১৩৭৫০ টাকা।
২। ইট = ২০৭৯ টি ইট  ৮ টাকা = ১৬৬৩২ টাকা।
৩। বালি = ৯৪.৫ সিএফটি  ১০টাকা = ৯৪৫ টাকা।
৪। মিস্ত্রি খরচ চুক্তি = ৭০০০ টাকা।
৫। জিরো পলিথিন = ২০০ টাকা।
সর্বমোট খরচ হচ্ছে ৩৮৫২৭(আটত্রিশ হাজার পাঁশত সাতাশ) টাকা।

কাজের বাজেট হচ্ছে ৬৭৮৫০ টাকা। অবশিষ্ট থাকে ৬৭৮৫০-৩৮৫২৭ = ২৯৩২৩ (উনত্রিশ হাজার তিনশত তেইশ) টাকা। বিঃদ্রঃ রাস্তার দুধারে এজিং এর জন্য দেড় থেকে দুই হাজার টাকা খরচ হতে পারে।

রাস্তার কাজ করার পর বাস্তবতার উপর মাপযোগ করে এই হিসেবে দেখা যাচ্ছে অবশিষ্ট আরও টাকা রয়েছে। যদি ঢালাই কাজে কারচুপি হয়ে থাকে তাহলে অবশিষ্টাংশ টাকা আরও বাড়তে পারে।

শুধু তাই নয়, টিআর প্রকল্পের বাজেট মানেই ইউপি চেয়ারম্যান ও সদস্যগণদের পকেট গরম। বর্তমানে অনিয়ম-দুর্নীতির কারণেই অফিস/দপ্তর গুলো তথ্য চাইলেও তথ্য প্রদান করেন না।

ছবিটির পরিমাপ ঢালাইয়ের বটম থেকে নেয়া।

আরও খবর

Sponsered content