রাজনীতি

এবার মেহেন্দিগঞ্জে শ্রীপুর ইউনিয়নের আ,লীগের কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের বড় চমক

  প্রতিনিধি ২১ জুন ২০২৪ , ১২:৪২:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী,সৎ-সাহসী, ন্যায়-নির্ভীক, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী কাজ করে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।তাদের ত্যাগ-মহিমার মূল্যায়ন,দলীয় আভ্যন্তরীণ কোন্দল নিরসন,অপরাধীদের নির্মূল জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদয়কে নেতা হিসেবে বেছে নিয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ।

কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিরা ভূমিদস্যু-সন্ত্রাসী বাহিনী গঠন করে আওয়ামী লীগের গঠণতন্ত্রের বিরোধী অপকর্ম করে আওয়ামী লীগ সরকারের সকল অর্জন ধূলিসাৎ করে দেয়।তাঁরা কোটি টাকার মিশন নিয়ে আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নিতে অপচেষ্টা চালাচ্ছে।


বিএনপির সাবেক এমপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি কাজী মেজবা উদ্দিন ফরহাদের চাচাতো ভাই মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়নের আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন রুবেল গ্রুপের কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিরা ভূমিদস্যু-সন্ত্রাসী বাহিনী গুজব ছড়িয়েছে ৫০লাখ টাকার বিনিময়ে শ্রীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও শেখ তরিকুল ইসলাম সুহাদ সাধারণ সম্পাদক।একই অপপ্রচার চালিয়ে যাচ্ছে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মোল্লার অনুসারীরা ২৫লাখ টাকার বিনিময়ে শ্রীপুর ইউনিয়নের সভাপতি পদ কিনেছেন!


গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য কোন স্হানীয় কমিটিতে থাকতে পারে না।তবুও মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাষ্টার মমতাজুল হক মৃধার অনুসারীরা গুজব ছড়িয়েছে জাতীয় পার্টির (বিজেপির মতিন গ্রুপের) থেকে যোগদানকৃত সাবেক মেম্বার মাহমুদুল হাসান বেপারী এই দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদক ১২ লাখ টাকার বিনিময়ে কিনেছেন।উক্ত গুজবের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে চাইলেও বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রকাশ্যেই জনসভায় বলেছেন,কোন গুজব ছড়িয়ে লাভ নেই।জন্মলগ্ন থেকেই যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী সৎ-সাহসী,ন্যায়-নির্ভীক ত্যাগী ও পরীক্ষিত তারাই আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে আসীন হবে।এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হবে।আগামী ২৩জুনের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে জানিয়েছেন আওয়ামী লীগের সূত্রটি।

একটি দায়িত্বশীল সূত্র জানায়,শ্রীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মোঃ জয়নাল আবেদীন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম আকন ও ইলিয়াস হোসেন পঞ্চায়েত, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বেপারী, সহ -সভাপতি মোহাম্মদ হোসেন খান, মোঃ শাহজাহান বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ তরিকুল ইসলাম সুহাদ,কাজী সাখাওয়াত হোসেন রুবেল,প্রচার সম্পাদক মোঃ সুলতান হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জু হাওলাদার, দফতর সম্পাদক মোঃ কাদের মোল্লা, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পাদক মোঃ হাফেজ খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন চৌকিদার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার,ধর্ম বিষয়ক নুরুল ইসলাম জোমাদ্দার,যুব ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আঃ ছালাম হাওলাদার,ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান আবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী বাবুল চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ সোহেলী আক্তার কুসুম নির্ভরযোগ্য বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।তবে খসড়া অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তন হলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন চুড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে।

আরও খবর

Sponsered content