অপরাধ-আইন-আদালত

দুদক কি সালাম মুর্শেদীর কাছে জিম্মি হয়ে পড়েছে-ব্যারিষ্টার সুমন

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ২:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও কাছে মাথা নত করে না বলে দাবি করে।কিন্তু সালাম মুর্শেদীর মতো লোকজনদের কাছে তারা মাথা নত না করলেও ‘মাথা ঘুরায়’ বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বুধবার (১৭ জানুয়ারি) হাইকোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,সংসদে সালাম মুর্শেদী তার সহকর্মী। দু’জনই শপথ নিয়েছেন ব্যক্তিস্বার্থকে বড় করে দেখবেন না।দেশের স্বার্থকে বড় করে দেখবেন।

ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সালাম মুর্শেদীর বাড়ি দখলের মামলা প্রসঙ্গে তিনি বলেন,গণপূর্ত বলছে জাল-জালিয়াতি করে দখল করা হয়েছে,রাজউক বলছে জালিয়াতি হয়েছে,দুদকও বলেছে জালিয়াতি হয়েছে।কিন্তু দুদকের রিপোর্ট দীর্ঘদিন ধরে কমিশনে পেশ করা হয়নি।এতে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন বলেন,তারা উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না।এদফায় তাই হাইকোর্ট ওই রিপোর্ট অ্যাফিডেভিট করে জমা দিতে বলেছেন।

দুদকের আইনজীবীর সমালোচনা করে তিনি বলেন, উনি বার বার বলেন,দুদক কারও কাছে মাথা নত করে না।কিন্তু আজ আবারও সালাম মুর্শেদীর সম্পত্তি দখলের মামলায় সময়ের আবেদন করেছেন।তাই মাথা নত না করার আগের বক্তব্য আর আজকের আবেদন সাংঘর্ষিক।

ব্যারিস্টার সুমন আরও বলেন,বঙ্গবন্ধুর বাংলাদেশে এবং শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না।

আরও খবর

প্রকৃত সত্য না জেনে কিছু হলেই বিচার বিভাগ ও বিচারকদের নিয়ে গণমাধ্যমে ‘ফ্রি স্টাইলে’ সমালোচনা করা হয়

১৬ বছরের অধিক কোনো মেয়েকে কোনো পুরুষ যদি বিয়ের প্রলোভন দিয়ে যৌনকর্ম করে, তাহলে তা ধর্ষণের নামান্তর হবে না!!!!

গৌরনদীতে যুবলীগের ওপর হামলা মামলায় বিএনপির ৫৪ নেতা-কর্মীকে জামিন

আপিল বিভাগ যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর নির্ধারণ করে দিয়েছেন-হাইকোর্ট

সন্ত্রাসী বাহিনী-শ্রীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর:-প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীকে হয়রানি-অগ্নিসংযোগ, লুটপাট মারধর ও মিথ্যা মামলা!

জালনোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে-র‍্যাব

Sponsered content