ব্যবসা ও বাণিজ্য সংবাদ

একদিন আগের ৯০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ২:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি।।হিলি স্থলবন্দর বাজারে আমদানি বন্ধের অযুহাত একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৯০ টাকা।একদিন আগের ৯০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে হিলি স্থলবন্দর বাজার ঘুরে দেখা যায়,গত বৃহস্পতিবার ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে।একদিনের ব্যবধানে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম বলেছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন,ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে।কয়েকদিন আগে ৯০ টাকা কেজি বিক্রি করেছি।আজ তা ১৮০ টাকা কেজি বিক্রি করছি। আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে যার কারণে খুচরা বাজারে দাম বেশি।

হিলি স্থলবন্দরে শাহাবুল ইসলাম নামের একজন পাইকার বলেন,হঠাৎ করে বন্দরে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। যদি আবার হুট করে বাজার কমে যায় তাহলে আমাদের ব্যবসায়িদের লোকসান গুনতে হবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শফিকুর রহমান বলেন, গত দুইদিন আগে ৯০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ১৮০ টাকা কেজি।একদিনের মধ্যে এভাবে দাম বাড়লে আমাদের মত সাধারণ মানুষের কি অবস্থা হবে।

গাজীপুরে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে ২৫০
এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন,ভারত আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।কেননা বর্তমান বাজারে দেশি পেঁয়াজ পর্যাপ্ত আমদানি হয়নি।আর কিছুদিন যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হতো তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকতো।আমি আশা করবো দুই দেশের সরকার আলোচনা করে আরও কিছু দিন পেঁয়াজ আমদানি স্বাভাবিক রাখবেন।

আরও খবর

Sponsered content