ইসলাম ও জীবন

আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২২ , ১:৫৮:৪৫ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।। আল্লাহ আমাদের সবাইকে অস্তিত্বহীন অবস্থায় থেকে বীর্যরুপে পিতা-মাতা সংস্পর্শে এসে মাতৃগর্ভে ঠাঁই দিয়েছেন। মায়ের গর্ভে ধারণ করার পর আল্লাহ পাক উনার অশেষ রহমতে ৩৬ সপ্তাহ তিলে তিলে গড়ে জীবন দান করে পৃথিবীতে ভূমিষ্ঠ করছেন। তারপর শিশু অবস্থায় ভাষাহীন থাকা সত্ত্বেও মায়ের সাথে কালেকশন জুড়ে দিয়ে কান্নার আওয়াজ শুনে মায়ের দুধ পান করানোর ব্যবস্থা করেছে। এভাবেই আল্লাহ পাক আমাদের মানুষ হিসেবে গড়ে তোলেন।

১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে
প্রতারণা করবে, ভেঙ্গে পড়বেন না ।
মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপন
ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন ।

২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে
দাঁড়াবেন, ভেঙ্গে পড়বেন না ।
মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজ
পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ।

৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার
আর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশার
শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙ্গে
পড়বেন না।
মনে রাখবেন, হজরত ইউনুস আ: মাছের পেটের
অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন ।

৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা
হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে
পড়বেন না, এসবে কান দিবেন না ।
মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (রা:)
এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল ।

৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায়
কতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না ।
মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:) আপনার
চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন ।

৬) যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে
পড়বেন না ।
স্মরণ করুন, হজরত আদম (আ:) কে
প্রথমে একাকী সঙ্গীবিহিন সৃষ্টি করা হয়েছিল ।

৭) যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি
অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন
কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নুহ
(আ:) এর কথা, যিনি অসময়ে কিস্তি/নৌকা
তৈরি করেছিলেন ।

৮) যখন আপনি পরিবার, আত্মীয় – সজন, বন্ধু –
বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে
কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙ্গে পড়বেন
না ।
স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হজরত
মুহাম্মদ (স:) এর কথা, যিনি তাঁর আপনজনের
হাসি – তামাশার পাত্রে পরিণত হয়ে ছিলেন ।

৯) যখন আপনাকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করা হবে
হতাশ হবেন না।
মনে রাখবেন,হযরত ঈসা আঃ কে শূলে চড়ানোর
ষড়যন্ত্র করা হয়েছে।

১০)আল্লাহ্ তায়ালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই
পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে
উদ্ধার করেছিলেন ।
এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে
পরবর্তী উম্মাহ ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট
সহ্য করতে পারে ।

**إن الله معالصابرين**
আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন **

আরও খবর

Sponsered content