অপরাধ-আইন-আদালত

আলাউদ্দিনের আটকের তারিখ থেকে সাজা কেন গণনা করা হবে না-হাইকোর্ট

  প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ২:১৩:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।টানা ৩০ বছর জেলে থাকা আলাউদ্দিন গাজীর সাজা আটকের তারিখ থেকে কেন গণনা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৬ জুন) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও মো. বজলুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

স্বরাষ্ট্রসচিব,আইনসচিব,আইজি প্রিজন,জেলা প্রশাসক বরিশাল,জেলা প্রশাসক শরিয়তপুর,বরিশাল কারাগারের জেলারকে ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

আলাউদ্দিন গাজীর পক্ষে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার।

এর আগে গত ১ জুন হাইকোর্ট জানতে চান, ‘যাবজ্জীবন সাজা খাটার পরও অতিরিক্ত সাড়ে ৭ বছর জেলে কেন আলাউদ্দিন গাজী’।সেইসঙ্গে আলাউদ্দিন গাজীর বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে সবশেষ তথ্য জানতে চাওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়,শরীয়তপুরে গোসাইর হাটে ১৯৯৩ সালের ২৭ জানুয়ারি সেলিম মিয়া ঢালী নামের একজনের হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন আলাউদ্দিন গাজী।শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালের ১২ জানুয়ারি ২৬ আসামির মধ্যে আলাউদ্দিনসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।এরপর হাইকোর্টে একে একে সব আসামির মামলা শেষ হয়।যাবজ্জীবন সাজা খেটে বেরও হয়ে যান সবাই।কিন্তু অর্থাভাবে আর আপিল করতে পারেননি আলাউদ্দিন।

আরও খবর

Sponsered content