সারাদেশ

গৌরনদীতে মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ৩০

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৩:৫০:২১ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।

স্থানীয়রা জানান, বেপারী পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়ার সময় টরকী বন্দর এলাকায় চাকলাদার ক্লাসিক পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বেপারী পরিবহনের যাত্রী কাইয়ুম জানান, মহাসড়কে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অপেক্ষা করে ভ্যানটি ওভারটেক করলে বিপরীতমুখী বাসটির সঙ্গে সংঘর্ষ ঘটত না। বেপারী পরিবহনের চালকের অস্থিরতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ৩০ জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মো. বেলাল হোসেন জানান, দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপরেই ছিল। রেকার দিয়ে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর

Sponsered content