অর্থনীতি

আয়কর রিটার্ন জমার সময় একমাস বাড়ানোর প্রস্তাব দিলেন-এফবিসিসিআই

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২২ , ৩:২৫:৩৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চলতি বছর আয়কর রিটার্ন জমা দেয়ার
সময়সীমা শেষ হচ্ছে বুধবার ৩০ নভেম্বর।যদিও একদিন আগে ফেডারেশন অব বাংলাদেশ অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআ চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন তিনি। এনবিআরকে দেয়া চিঠিতে বলা হয়, করোনার দীর্ঘমেয়াদি প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।এ কারণে একমাস সময় বৃদ্ধি করা প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।

চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে সর্বোচ্চ সংখ্যক করদাতা আয়কর রিটার্ন জমা দেয়ার স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ করেন এফবিসিসিআই সভাপতি।

আরও খবর

Sponsered content