অপরাধ-আইন-আদালত

আদালতের নির্দেশে তাকে চাকরি ফিরিয়ে পেয়েছেন-জাকারিয়া

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ১:২৬:২৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।কর্মকর্তা মো. জাকারিয়া। আদালতের নির্দেশে তাকে চাকরি ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ এপ্রিল) মো. জাকারিয়াকে চাকরি ফিরিয়ে দেওয়া সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ইসি।নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা চিঠিতে এ তথ্য জানায় ইসি।

প্রজ্ঞাপনে ইসি জানায়, ‘প্রশাসনিক ট্রাইব্যুনালের এ টি কেস নম্বর-২১/২০১০ (পুরাতন), ৫০/২০১২ (নতুন) এর রায় মোতাবেক চাকরি থেকে অপসারণ করা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়াকে বিএসআর পার্ট-১ এর বিধি ৩০৩, ১৫৮(২) ও আদালতের আদেশ অনুসারে সব বকেয়া বেতন ও ভাতাদিসহ চাকরিতে পুনর্বহাল করা হলো।এছাড়া ২০০৮ সালের ২৩ অক্টোবর থেকে যোগদানের তারিখের আগ পর্যন্ত বিনা বেতনে অসাধারণ ছুটি হিসেবে মঞ্জুর করা হলো।’

প্রজ্ঞাপনে ইসি আরও জানায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া এর সার্ভিস রেকর্ডে বিষয়টি অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হলো।আগামী ১৬ এপ্রিলের মধ্যে তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

আরও খবর

Sponsered content