সারাদেশের খবর

লাকসামে মাসুম টেলিকমে দুর্ধর্ষ চুরির গডফাদার সাদ্দাম গ্রেফতার

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ১:২২:২৭ প্রিন্ট সংস্করণ

লাকসাম প্রতিনিধি।।লাকসাম দৌলতগঞ্জ উত্তর বাজারে দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান ‘ভাইয়া গ্রুপ’ এর মালিকাধীন ‘মাসুম টেলিকমে’ দুর্ধর্ষ চুরির ঘটনার গডফাদার সাদ্দাম হোসেন কে র্দীঘ ৬ মাস পর গত বৃহস্পতিবার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।ওই ঘটনায় ইতোমধ্যে সাদ্দামের বড় ভাই দুর্ধর্ষ চুরির ঘটনার মুল পরিকল্পনাকারী মন্টি, সুমন, মোশারফ, রায়হান, ইউছুফ, হান্নানসহ ৭ জন কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে লাকসাম থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

লাকসাম থানার ৩শ’ গজের মধ্যে নগদ টাকা ও মালামালসহ ৩৫ লাখ টাকা দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যাপক আলোচনার ঝড় ওঠে। দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে।

অবশেষে মুল পরিকল্পনাকারী মন্টিকে আটক করে। মন্টি সাদ্দামের আপন ভাই। চোরাইকৃত অর্থ ও মালামাল তার তত্ত্বাবধানে থাকার প্রমান পায় পুলিশ।

চুরির মূল পরিকল্পনাকারী মন্টি গ্রেফতার হওয়ায় চুরি হওয়া নগদ টাকা ও মালামাল সম্পূর্ণ উদ্ধার হওয়ার সম্ভাবনা রাখে। গ্রেফতারকৃতদের একজনের নিকট থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ (মঙ্গলবার) রাতে লাকসাম দৌলতগঞ্জ উত্তর বাজারস্থ লাকসাম থানার ৩শ’ গজের মধ্যে দেশের
সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান ‘ভাইয়া গ্রুপ’ এর মালিকাধীন ‘মাসুম টেলিকমে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।চোর চক্র অভিনব কায়দায় জানালার লোহার গ্রীল কেটে ভবনের দ্বিতীয় তলায় মাসুম টেলিকম, তৃতীয় তলায় সাফওয়ান সেন্টার ক্যাশ এবং চতুর্থ তলায় ভাইয়া গ্রুপের কর্পোরেট শাখার বিভিন্ন অফিসের মালামালতছনছ করে নগদ ২১ লাখ ২ হাজার ৫২০ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরিকৃত মালামালের মধ্যে রয়েছে, নগদ ২১ লাখ ২ হাজার ৫২০ টাকা, গ্রামীনফোনের ১০, ১১, ১৯, ২০, ২৪, ২৯ টাকা মূল্যের ১৪ লাখ ১৩ হাজার ৭০৩ টাকার ডাটা ও ভয়েস কার্ড।

এ ঘটনায় ৭ এপ্রিল প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মাকছুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২৪ এপ্রিল লাকসাম থানায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। যার নং- ১১/৫০, ধারা ৪৬১/৩৮০, পেনাল কোর্ট। মামলা দায়েরের পর দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে।

ইতোমধ্যে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনার গডফাদার সাদ্দাম হোসেন কে র্দীঘ ৬ মাস পর গ্রেফতার করে। এছাড়াও বিগত দিনে আরো ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মন্টি,সাদ্দামসহ কয়েকজন পরিকল্পনাকারীর নাম উঠে আসে।

পুলিশ আদালতের নির্দেশে গডফাদার সাদ্দাম হোসেনের বড় ভাই মন্টিকে একদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনার পর ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাদ্দাম হোসেন বড় ভাই মন্টি নামক একজনকে আদালতের নির্দেশে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নিকট থেকে ১৫ হাজার টাকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার লাকসাম থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

আরও খবর

Sponsered content