অপরাধ-আইন-আদালত

অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২২ , ৯:২৯:১৭ প্রিন্ট সংস্করণ

অভয়নগর(যশোর)প্রতিনিধি।।যশোরে অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অভয়নগর থানা প্রাঙ্গণে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) একেএম শামীম হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভয়নগর থানা মসজিদের পেশ ইমাম হযরত মাওলান মো. ইসমাইল হোসেন, গীতা পাঠ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মিলন কুমার মন্ডল, বাইবেল পাঠ করেন সুবীর মধু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ( সিআইপি), অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার “খ ” সার্কেল মুকিত সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভীন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বাংলাদেশ মোটরযান ফেডারেশনের সহ -সাধারণ সম্পাদক রবিন অধিকারী, বিশিষ্ট ব্যাবসায়ী নওয়াপাড়া সার সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া সার সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, উপজেলা পর্যায়ের সরকারি, আধা সরকারি, বে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নওয়াপাড়া শিল্প নগরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী নেতৃবৃন্দ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content