প্রতিনিধি ২৪ মে ২০২২ , ২:৫১:২৯ প্রিন্ট সংস্করণ
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:-মাদারীপুর শিবচর উপজেলায় আনসার ও ভিডিপি’র সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১১ টায় উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম ক্যাম মাল্টিপারপাস হল রুমে এ সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি মাদারীপুর জেলা কমান্ড্যান্ট মোঃ শরিফুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিচবচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান, শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন অর রশিদ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা কাজী মোঃ শাহীদুল হক ।
প্রতিবেদন পাঠ করেন বহেরাতলা উত্তর ইউনিয়নের ভিডিপি দলনেত্রী দিপা, কোরআন তেলওয়াত করেন ভিডিপি কাঠালবাড়ি ইউনিয়নের দলনেতা ইদ্রিস আলী, গীতা পাঠ করেন ভিডিপি ভদ্রসন ইউনিয়নের দলনেতা অজিত ঘোষ।
সমাবেশে উপজেলার ১৯ টি ইউনিয়নের আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ কয়েকজন আনসার সদস্যকে বাই সাইকেল, ছাতাসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।