প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ২:২০:৫১ প্রিন্ট সংস্করণ
খুলনা জেলা প্রতিনিধি।।খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচ ধরনের কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে কেবলমাত্র পাস নম্বরেই ভর্তির সুযোগ পাবেন একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী। শুক্রবার (০২ সেপ্টেম্বর) খুবির ভর্তি কমিটির একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
খুবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, বিকেএসপি ও বিদেশী কোটায় শিক্ষার্থীদের ভর্তি করা হয়। তবে পোষ্য কোটার ব্যাপারে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ব্যাখ্যা নেই।