প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ৯:৫৩:১৩ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক রিপোর্ট:-জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন টুইংকেল খান্না। লন্ডনের বিখ্যাত গোল্ডস্মিথস ইউনিভার্সিটিতে ‘ফিকশন রাইটিং’-এ স্নাতকোত্তর করবেন অভিনেত্রী।
রবিবার লন্ডনের উদ্দেশে ভারত ছেড়েছেন টুইংকেল খান্না, অক্ষয় কুমার ও এই জুটির দুই সন্তান আরভ ও নিতারা। অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘লোকে তাদের সন্তানদের কলেজে নামিয়ে দিয়ে আসে। আমি যাচ্ছি আমার স্ত্রীকে লন্ডনের ইউনিভার্সিটিতে নামিয়ে দিতে।
টুইংকেল খান্নার বেস্ট সেলিং বইগুলো হলো ‘মিসেস ফানিবোনস’, ‘পায়জামাস আর ফরগিভিং’ ও ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’।
অক্ষয় কুমারের ৫৫ তম জন্মদিন ৯ সেপ্টেম্বর। অভিনেতা পরিবারের সঙ্গে ততদিন ছুটি কাটিয়ে জন্মদিন পালন করে ফিরবেন।