প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ৭:০৫:৩৭ প্রিন্ট সংস্করণ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি:- নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কৃষি পন্য রাতের আধারে স্বজনপ্রীতি করে ধানের বীজ বিতরণ করেন ইউনিয়নের উপ- সহকারী কৃষি অফিসার সিকদার ইমরানুর রহমান ।
ইউনিয়ন বাসির অভিযোগ সূত্রে জানা যায় যে, গত শনিবার ( ২ জুলাই) রাত দশটা ৩০ মিনিটের সময় ইতনা ইউনিয়নের উপ- সহকারী কৃষি অফিসার সিকদার ইমরানুর রহমান ইতনা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা হওয়াই স্বজনপ্রীতির মাধ্যমে তাদের সাথে লিয়াজো করে ইউনিয়ন পরিষদের তার লোকজন দিয়ে ৪৪ কেজি ধানের বীজ রাতের আঁধারে ৪ জনের মাঝে বন্টন করে দেওয়ার সময় এলাকাবাসী সেটা দেখতে পেলে চারজনের মধ্যে তিনজন বীজ নিয়ে পালিয়ে যায়। অপর একজন বীজ নিয়ে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা খেয়ে যায়।
এলাকাবাসী আরও বলেন সে দীর্ঘদিন ধরে এটা করে অসহায় কৃষকদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয় প্রভাব খাটিয়ে।
এতে করে এলাকাবাসীর ভেতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিজ এলাকা থেকে তার অপসারণের দাবি জানান এলাকাবাসী ।
এ বিষয়ে ইতনা ইউনিয়নের উপ- সহকারী কৃষি অফিসার সিকদার ইমরানুর রহমান বলেন, পরিদর্শনিয়ো কিছু বীজ আসে আমাদের ইউনিয়নে। দিনের বেলা সময় দিতে না পেরে রাতে দিতে বলি।এই বলে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, এ বিষয়টি আমি জেনেছি পরবর্তীতে এটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো।