সারাদেশ

পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ২৭ কে‌জি ওজ‌নের এক‌টি কাতল মাছ ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি

  প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ৪:২৪:৫০ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ী জেলা প্রতিনিধি।।রাজবাড়ীর গোয়াল‌ন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ২৭ কে‌জি ওজ‌নের এক‌টি কাতল মাছ ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার সকা‌লে দৌলতদিয়া ফে‌রি ঘা‌টের অদূ‌রের পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন জেলে খলিল হলদা‌র বলেন, প্রতি‌দি‌নের মত ভোর রা‌তে তার সহ‌যো‌গী‌দের নি‌য়ে পদ্মায় মাছ ধর‌তে জাল ফে‌লেন। সকা‌লে জাল টে‌নে তুল‌তেই বুঝতে পারেন তা‌র জা‌লে বড় এক‌টি মাছ আটকা প‌ড়ে‌ছে।

জাল টেনে উপরে তুলতেই দেখা যায় বিশাল আকারের একটি কাতল মাছ ধরা পড়েছে।

পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন সাড়ে ২৭ কেজি।সেখান থেকে স্থানীয় মাছ ব‍্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন বলে জানান খলিল।

মাছ ব‍্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বেলা ১১টার দিকে জেলে খলিল হালদারের কাছ থেকে ১ হাজার ৬৫০ টাকা কে‌জি দ‌রে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি কি‌নে নিই।

“পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।”

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান বলেন, “পদ্মা নদীতে বিশাল একটি কাতল মাছ জেলের জালে আটকা পড়েছে এমন খবর লোকমুখে শুনেছি।”

আরও খবর

Sponsered content