সারাদেশের খবর

গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২ সদস্য বাইসাইকেল পেলো

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৪:১২:৪৭ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪২ সদস্যর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

গোপালগঞ্জ শহরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মাঠে বাহিনীর সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।

বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা গোলাম হারুন, গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ শাহজাহান, কোটালীপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ ফয়সাল হক, মুকসুদপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সম্পা বেগম, গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউপি’র ভিডিপি দলনেতা সরজিৎ সিকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content