প্রতিনিধি ২১ এপ্রিল ২০২২ , ৪:১০:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক☆☆ বরিশালে মেয়র সাদিক আব্দুল্লাহর নামে নদী সিকস্তি অসহায় ১হাজার পরিবারের আশ্রয়ের লক্ষ্যে “সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরী” করায় মেহেন্দিগঞ্জ উপজেলার কৃষক লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক সিনিয়র সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল মিথ্যা-বানোয়াট,কাল্পনিক,মনগড়া,ভিত্তিহীন ৬টি মামলায় বিনাদোষে কারাগারে বন্দি!!!
স্হানীয়দের সুত্রে জানাগেছে,বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহর দাদা সাবেক কৃষিমন্ত্রী আঃ রব সেনিয়াবাত ও কাজী আলতাফ উদ্দিনের বন্ধুত্ব ছিল।
সেই সুবাধে মেহেন্দিগঞ্জ শ্রীপুরের মহিষমারীর ১শ ৬৮একর জমি সিএস মালিকানা ক্রয় পূর্বক কাজী আলতাফ উদ্দিনকে দানপত্র দলিল দেন।
উক্ত জমি আরএস ভাউন্ডারি রিভারব্লক থাকায় ভোলার জেলা অন্তর্ভুক্ত করা হয়।এনিয়ে হাইকোর্টে ৩টি রীট মামলা বিচারাধীন আছে।
কাজী সাখাওয়াত হোসেন রুবেল ৩৬ধারা হাইকোর্টে বন্দোবস্তের রীট আবেদন পূর্বক নদী সিকস্তি ১হাজার পরিবারকে বাড়িঘর উত্তোলন করে আশ্রয় দিয়ে মসজিদ-মাদ্রাসা,মক্তব,মুসলিম গোরস্হান,হাট-বাজার প্রভৃতি স্হাপনা নির্মান করছেন।
স্হানীয় ভূমিদস্যু-অস্ত্রধারী,সন্ত্রাসীর গডফাদারের প্রতিহিংসায় রাজনৈতিক চক্রান্ত করে কাজী সাখাওয়াত হোসেন রুবেলের সমার্থক নির্মূল করতে ১৮টি মিথ্যা মামলা করে যা স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের বিশেষ টিম তদন্ত করছে।
বিস্তারিত আসছে স্হানীয়-জাতীয় পত্রিকাসহ অনলাইন মিডিয়ায় ও স্যাটেলাইট টিভি সমূহে সরোজমিন প্রতিবেদন