প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ১০:৪৫:৫৭ প্রিন্ট সংস্করণ
মহেশখালী উপজেলা প্রতিনিধি:- ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২২আন্তর্জাতিক সাহিত্যিক ঘরানা,মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড ২০ আগস্ট রথীন্দ্রমঞ জোড়া সাকোর ঠাকুর বাড়ী কলকাতা বিশাল অনুষ্টানে, সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম এর চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ খান এবং আন্তর্জাতিক সাহিত্যিক ঘরানা প্রতিষ্ঠাতা সম্পাদক কামনা দেব, এর হাত থেকে দেশের সেরা আন্তর্জাতিক রপ্তানিকারক ও সমাজ সেবকের ট্রপি গ্রহণ করেন জনাব আলহাজ্ব আবদুর শুক্কুর সিআইপি।
তিনি পানিরছড়া গ্রামে মৃত আলহাজ্ব গুরা মিয়া বড় সন্তান। মহেশখালী প্রেসক্লাবের দাতা সদস্য সহ ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ, পানিরছড়া ইসলামীয়া দাখিল মাদ্রসার পৃষ্ঠপোষক এবং প্রধান উপদেষ্টা, জনাব আলহাজ্ব আব্দুল শুক্কুর সিআইপি আবারও আন্তর্জাতিক রপ্তানিকারক ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য,ভারত সরকারের মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছেন।
আন্তর্জাতিক পুরস্কার অর্জন করায়, সমাজিক সংগঠন,আলোতিক ভোরের ক্লাব,সহ জেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই অর্জন বাংলাদেশের সম্পদ এমন মন্তব্য করেন সংশ্লিষ্টরা।