অপরাধ-আইন-আদালত

বিসিসির ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা!

  প্রতিনিধি ১৭ মে ২০২২ , ১২:০২:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী।

সোমবার (১৬ মে) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা ও চলতি বছর এইচএসসি উত্তীর্ণ হওয়া এক তরুণী।

বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে ১৬ জুনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন আহম্মেদ ও বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান।

মামলায় উল্লেখ করা হয়, ৪/৫ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কেফায়েত হোসেন রনির সাথে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাদীর। একপর্যায়ে রনি বিয়ের প্রস্তাব দিলে বাদীর সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বিভিন্ন সময় বরিশালের একাধিক রেস্টুরেন্টে তারা দেখা করেন। প্রায় রনির বাসায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় বাদীকে। প্রথমে ৭ মে জরুরি কথা আছে বলে তাকে বাসায় ডেকে নেয় রনি। বিয়ের লোভ দেখিয়ে রনি বিকাল ৪টা থেকে বাদীকে একাধিকবার ধর্ষণ করে। ৮ মে আবার ডেকে নিয়ে রাত ৮টায় ধর্ষণ করে।

১২ মে বাদী বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মোবাইল ফোন নিয়ে বাদী ও রনির সাথে সম্পর্ক জড়িত সকল প্রমাণ ডিলেট করে ফেলে রনি। পরে রনি বিভিন্নভাবে হত্যার হুমকি দেয় বাদীকে। এরপর আদালতে মামলা করে বাদী।

আরও খবর

Sponsered content