অপরাধ-আইন-আদালত

যমুনা লাইফ ইনস্যুরেন্সের এডিশনাল এমডি জসিম উদ্দিন একজন জাল সার্টিফিকেটধারী এইচএসসি পাশ

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৭:২২:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।যমুনা লাইফ ইন্সুরেন্স এর চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের ৯৩ জন গ্রাহকের ২ কোটি ৩৫ লাখ টাকার
বীমা বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিনের বিরুদ্ধে ।

তার পরিকল্পনায় তার সহযোগী এডিশনাল এমডি রবিউল, সিংহ শামীম, নূরনবী সোহেল এর পরিকল্পনায় তারা ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই চক্র একই ব্যক্তির, একই নামে চারটি এফডিআরকে বীমা বানিয়ে আত্মসাত করেছে যা বীমা শিল্পের অতীত দুর্নীতিকে হার মানিয়েছে।

ঘটনার প্রেক্ষিতে এডিশনাল এমডি জসিম উদ্দিন বিভিন্ন সফরের নামে খুলনা ও সৈয়দপুরে অবস্থান করছেন। জানা যায় সাংবাদিকের প্রশ্নের ভয়ে তিনি অফিসে আসা বন্ধ করে দিয়েছে।

জসিম উদ্দিন এতদিন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানের আস্থাভাজন হয়ে এবং বিভিন্ন অনৈতিকভাবে এমডিকে সন্তুষ্ট করে এসব এসব অপকর্ম করেছে বলে একাধিক সূত্রে জানা যায়।

এডিশনাল এমডি জসিম উদ্দিন একজন জাল সার্টিফিকেটধারী এইচএসসি পাশ ব্যক্তি বলেও জানা যায়।
তবে এ প্রসঙ্গে যমুনা লাইফের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চট্টগ্রাম অফিসের কিছু লোক এ টাকা আত্মসাত করেছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতি শীগ্রই গ্রাহকের টাকা গ্রাহককে ফেরৎ দিবো। তবে তিনি জসিম উদ্দিনের ব্যপারে কোন অভিযোগের সত্যতা স্বীকার করেননি।

আরও খবর

Sponsered content