প্রতিনিধি ৫ আগস্ট ২০২২ , ২:০২:২৭ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম:-আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি, জীবনের প্রতিটি পদক্ষেপে কিছু না কিছু শিখছি,বাস্তবতা বড়ই কঠিন, পদে পদে উপলব্ধি করছি আর ভাবছি জীবনে চলার পথে কিছু অভিজ্ঞতা আমাদের প্রয়োজন ।
তিনটি জিনিস যা স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত: বয়স ,জ্ঞান এবং টাকা।
পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত :
ধৈর্য, পরিচ্ছন্নতা, ভালোবাসা, পরিকল্পনার জ্ঞান এবং ইসলামিক জীবন যাপন।
তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত :
বুঝতে পারা, সহনশীলতা, শ্রদ্ধা।
সময় কখনও সিদ্ধান্ত দেয় না, কে আমাদের সাথে থাকবে আর কে ছেড়ে চলে যাবে।
মুখ থেকে ঝরে পড়া কথা পড়ে যাওয়া এক টুকরো কাঁচের চেয়েও ধারালো। আপনি কার সাথে কথা বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি বলতে যাচ্ছেন।
সহজে কাউকে বলা যায় না আমি হাসি আনন্দে আছি কারণ জীবন কাউকেই এতটা শান্তিতে রাখে না।
যারা অন্যের ভুল বেশি দেখে তারা সবচেয়ে বেশি ভুল করে থাকে।
জগতের কিছু নির্মম বাস্তবতা :
টাকা থাকলে আপনি মহান, চরিত্র হচ্ছে আবর্জনা, ভালো অভিনয়ের ক্ষমতা মানে আপনি সফল, যে সত্যি কথা বলে সে পাগল।
সত্যিকারের ভালোবাসা মানে নিজের সর্বনাশ নিজে করা।
আল্লাহ্ যাকে বেশি ভালোবাসেন তার কাঁধে দায়িত্ব বেশি চাপিয়ে দেন।
চাঁদকে কেবলমাত্র দূর থেকেই প্রশংসা করা যায়, কিছু সম্পর্ক দূরে থাকাই উত্তম তাতে কিছু অনিবার্য কষ্ট থেকে মুক্ত থাকা যায়।
আপনার নিরবতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শিখতে হবে, এই পৃথিবীতে স্ট্যাটাস বলতে কিছুই নেই, প্রতিটি দুঃখ, কষ্টের আগমন হয়ে থাকে একটি একটি করে শিক্ষা এবং অভিজ্ঞতার জন্য।
নিজের চোখের পানি কাউকে দেখাতে নেই, কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না, ভালোবাসে না কিন্তু সবাই আপনার ভুল বেশি দেখে।
মানুষ আর কলাগাছ একই রকম, যতক্ষণ ফল দিতে পারে ততক্ষণই বাঁচিয়ে রাখে, প্রয়োজন শেষ হলেই গোড়া থেকেই নির্মুল করে দেয়।
সুতরাং কাজ করার আগে ভাবেন, শেষ হয়ে গেলে ভেবে কোনোই লাভ নেই, হয়তো ঠকবেন কিন্তু শিখবেন।