প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ১১:৪৪:০৯ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি:-বরিশালের মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের তেমহনী চত্বরে অগ্নিকাণ্ডে ৩-৪টি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদুৎতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছায়। ঘন্টা ব্যাপী চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, ক্রোকারিজ ব্যবসায়ী নজরুল ও কসমেটিকস ব্যবসায়ী রাসেলসহ ৩-৪ জন। একই স্থানে বার বার অগ্নিকাণ্ডের জন্য দোকান মালিক এবং ব্যবসায়ীদের দায়ী করছেন স্থানীয়রা।
তাদের গাফলতি আর সঠিক তদন্ত না হওয়ায় একই স্থানে একের পর এক অগ্নিকান্ড ঘটে যাচ্ছে। কারো মতে আর কত অগ্নিকাণ্ড ঘটলে সচেতন হবে তারা।