সারাদেশ

লালমনিরহাটের ডিসি,এসপি,ইউএনও, ওসিকে বদলি চেয়ে ইসিতে চিঠি

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ৪:৩৬:০১ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট প্রতিনিধি।।লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি), কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কালীগঞ্জ থানার ওসিকে বদলি করতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিইসিকে এ চিঠি দেন লালমনিরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. হালিমা খাতুন।

চিঠিতে হালিমা বলেন,আমি লালমনিরহাট-২ (আদিতমারী- কালীগঞ্জ) আসনের একজন স্বতন্ত্র প্রার্থী।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে লালমনিরহাট জেলা প্রশাসক,পুলিশ সুপার,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ থানার ওসিকে বদলি করা প্রয়োজন।যেহেতু এই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব কর্মস্থলে কর্মরত আছেন এবং লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে।

চিঠিতে আগামী নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে লালমনিরহাট জেলার উল্লেখিত কর্মকর্তাদেরকে বদলি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা কামনা করেন হালিমা।

আরও খবর

Sponsered content