প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ২:৫২:১১ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় রাড়ুলী সাপ ধরতে এসে পদ্মা গোখরা সাপের কামড়ে আফছার আলী গাজী (৪৩) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তার বাড়ি কেশবপুর উজালার সাগরূাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামে।
তার কাছে থাকা পোষ্ট কোর্ড কার্ড থেকে এ পরিচয় পাওয়া যায়।
মঙ্গলবার সকালে সে উপজেলার কাঠিপাড়ায় সাপের সন্ধান পেয়ে সাপ ধরতে আসে। সাপ ধরার পর সাপের কামড়ের শিকার হয় সে। কার বাড়ী বা কোন কোথায় সাপ ধরতে আসছিল তা সে বলতে পারেনি বা এলাকায় খোঁজ নিলে কেউ কিছু বলতে পারেনি।বাতা ধরার পর সে সাপের কামড়ের শিকার হয়।সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে সে নিজেই পাইকগাছা হাসপাতালে আসে।
এসময় কর্তব্যরত ডাঃ প্রশান্ত কুমার মন্ডল রুগীর অবস্থা আংশকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজে স্থানরিত করেন। সরকারী এ্যাম্বুলেন্সে খুলনায় নিয়ে যাওয়ার পথে তালা এলাকায় পৌছালে সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। ঐ এ্যাম্বুলেন্সে তাকে তার বাড়ীতে পৌছে দেয়া হয় বলে চালক রেজাউল ইসলাম জানান।