প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৩:১৮:১০ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের এক ছাত্রলীগ নেতার জামিনকে কেন্দ্র করে জামায়াতপন্থী এক আইনজীবীর বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ লেনদেন ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে,জামিন করিয়ে দেওয়ার নাম করে ওই আইনজীবী অভিযুক্তের পরিবারের কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করেছেন।

অভিযোগকারী পারিবারিক সূত্র জানায়,বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের জামিন করিয়ে দেওয়ার জন্য জামায়াতপন্থী হিসেবে পরিচিত এক আইনজীবীর সঙ্গে প্রথমে ২০ লাখ টাকার চুক্তি হয়। পরিবারটি বিশ্বাস করে বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে আইনজীবীর হাতে তুলে দেয়। চুক্তি অনুযায়ী হাইকোর্ট থেকে জামিন আদেশও আসে।
তবে অভিযোগ অনুযায়ী,কারাগার থেকে বের হয়ে জেলগেট পর্যন্ত যাওয়ার পরপরই সাদ্দামকে আবার গ্রেপ্তার করা হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন,ওই আইনজীবীই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে পুনরায় গ্রেপ্তারের ব্যবস্থা করেন,যাতে অভিযুক্ত মুক্ত হয়ে অর্থ লেনদেন নিয়ে প্রকাশ্যে কথা বলতে না পারেন।
পরবর্তীতে পরিবার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলে অভিযোগ করা হয়,পুনরায় গ্রেপ্তার এড়াতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়।কয়েকদিন পর মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পাওয়ার শর্ত হিসেবে আরও ৩০ লাখ টাকা দাবি করা হয় বলেও পরিবারটির অভিযোগ।
অভিযোগকারী পক্ষের দাবি,একটি পক্ষ পরিবারটির কাছ থেকে অর্থ গ্রহণ করেছে এবং একই সঙ্গে প্রশাসনের একটি অংশকে ম্যানেজ করার কথাও বলা হয়েছে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আইন অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।সচেতন মহল বলছে, অভিযোগ সত্য হলে এটি বিচারব্যবস্থা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

















