প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৪ , ১:৩৫:২০ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।আনন্দ টিভি’র স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক,দানবীর মরহুম আব্বাস উল্লাহ সিকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মেহেন্দিগঞ্জে স্মরণসভা, দোয়া,মিলাদ মাহফিল ও কোরআনখানীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় আনন্দ টিভির স্থানীয় প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আনন্দ টিভি’র উপজেলা প্রতিনিধি মোঃ তাজেম আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদর ইউপি চেয়ারম্যান,নিজাম উদ্দিন আহমেদ,মেহেন্দিগঞ্জ পূবালী ব্যাংক এর ব্যবস্পাক মোঃ সাহাবুদ্দিন,উপজেলা আওয়ামী লীগের উক্ত বিষয়ক সম্পাদক পর কাউন্সিলর শোয়েব হোসেন সোহরাব,মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক কেএমএস সুমন ফরাজি, সাবেক পৌর কাউন্সিলর জিএস হাবিবুর রহমান খোকন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি,মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান সাংবাদিক কবির হোসেন,মেন্দিগঞ্জে রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ ইউসুফ আলী সৈকত,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইব্রাহীম মুন্সী,দপ্তর সম্পাদক মোঃ ইউনুস খান,সদস্য ফয়সাল হাওলাদার,সাইদুল ইসলাম, রাজিব তাজ প্রমুখ।
এসময়আনন্দ টিভি ব্যবস্হপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস স্যার সহ আনন্দ টিভি পরিবার এর জন্য দোয়া মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হরজত আলী।পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ এবং দুপুরে বিভিন্ন এতিমখানায় খাবারের আয়োজন করা হয়।

















