অপরাধ-আইন-আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দেওয়া বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে-রিট

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫৯:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে ছাত্রীদের কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দেওয়া বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে।

তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ আজ রোববার রিটটি আদালতে জমা দেন।বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ বলেন, ‘প্রত্যেক ছাত্রীর কানসহ মুখমণ্ডল খোলা রাখতে গত বছরের ১১ ডিসেম্বরের ওই বিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক হবে না,এই মর্মে রুল চাওয়া হয়েছে।একই সঙ্গে বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হবে।’

আরও খবর

Sponsered content