চাকরির খবর

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চ মাসে

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ৩:৫২:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।৪৬তম বিসিএসের আবেদন গ্রহণ চলছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।আগামী বছরের মার্চে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান জানান,৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি জানুয়ারিতে প্রকাশের পরিকল্পনা ছিল।তবে কিছু জটিলতা তৈরি হওয়ায় বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশ করা হয়েছে।আগামী বছরের মার্চের মধ্যে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে।

এক বছরের মধ্যে ৪৬তম বিসিএস শেষ করার পরিকল্পনা ছিল।এটি বাস্তবায়ন সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন আরও বলেন,আমরা দ্রুত সময়ের মধ্যে এই বিসিএস শেষ করতে চাই। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে যাওয়ায় অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করবো দ্রুত ৪৬তম বিসিএস শেষ করার।

এর আগে গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।এবারের বিসিএসে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের শুন্য থাকা আসনে মোট ৩১৪০ জন ক্যাডার নিয়োগ পাবেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,এবারের বিসিএসে প্রশাসন,পুলিশ,পররাষ্ট্রসহ প্রশাসনের বিভিন্ন ক্যাডার পদে সুযোগ পাবেন মোট ৪৮৯ জন।এছাড়াও রেলওয়ে প্রকৌশল, সড়ক ও জনপথ,জনস্বাস্থ্য প্রকৌশলসহ সংশ্লিষ্ট শূন্য পদগুলোতে মোট ২০৭৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এবারের বিসিএসে শিক্ষায় নিয়োগ পাবেন ৪২৯ জন।এর মধ্যে সাধারণ শিক্ষা,সরকারি সাধারণ কলেজ সমূহের শূন্য পদে নিয়োগ পাবেন প্রার্থীরা।এছাড়াও সাধারণ শিক্ষায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে আলাদা করে নিয়োগ পাবেন প্রার্থীরা।এসব কলেজে বিভিন্ন বিষয়ে মোট ৯১টি শূন্য পদের কথা জানিয়েছে পিএসসি।এর বাইরেও শিক্ষায় কারিগরিসহ বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানে আরও নিয়োগ দেওয়া হবে ৫৭ জনকে।

আরও খবর

Sponsered content