বিনোদন

১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে শাকিবের সাধারণ ডায়েরি

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ১:৫৩:৩০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক।।সপ্তাহ খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিলেন শাকিব খান।তার নামে যারা ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।ঠিক সাত দিন পর কথার বাস্তবায়ন করলেন শাকিব। দ্বারস্থ হলেন পুলিশের, করলেন সাধারণ ডায়েরি (জিডি)

পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নায়কের পক্ষে তার ম্যানেজার মো. মনিরুজ্জামান গুলশান থানায় জিডিটি করেন।জানা গেছে, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুলশান থানায় জিডিটি করা হয়েছে।

ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে শাকিব খানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও তথ্য দেয়ার অভিযোগে জিডিটি করা হয়।চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের বিয়ে ও তাদের সন্তানের খবর প্রকাশ্যে আসে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার)।এরপর থেকেই সোশাল মিডিয়াতে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নানা ধরনের পোস্ট করা হতে থাকে বলে অভিযোগ উঠে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যে তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রি মহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।’

‘ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে।একইসঙ্গে তার পরিবার,আত্মীয়-স্বজন,বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন’,বলা হয় জিডিতে।

আরও খবর

Sponsered content