বিনোদন

সৌম্য-শান্ত স্বভাবের সেই রণবীর কি না এক ভক্তের মোবাইল ফোন ছুড়ে ফেলে দিলেন!

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ১:৫৯:১৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ক্ষেপে গিয়ে কারও সঙ্গে বাজে আচরণ তো দূরের কথা,প্রকাশ্যে রাগ দেখানোরও নজির নেই কাপুর পরিবারের ছেলে অভিনেতা রণবীর কাপুরের।সৌম্য-শান্ত স্বভাবের সেই রণবীর কি না এক ভক্তের মোবাইল ফোন ছুড়ে ফেলে দিলেন!

রণবীরের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ওই ভিডিওতে দেখা যায়, ‘ব্রহ্মাস্ত্র’ নায়ক প্রথমে হাসিমুখে এক তরুণের সঙ্গে সেলিফি তোলার জন্য দাঁড়ান।ছবি তোলা শেষে রণবীর নিজে তার কাছ থেকে ফোন চেয়ে নেন এবং স্ক্রিনে কিছু একটা দেখে ফোনটি পেছন দিয়ে ছুড়ে ফেলে দেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে,ভিডিওটি ‘এংগ্রিরণবীরকাপুর’ শিরোনামে ভাইরাল হয়েছে।

কেউ লেখেন,“যাও আরও যাও এই অভিনেতার অনুরাগী হতে!” আরেকজন বলেছেন, ‘‘অসম্ভব বদমেজাজি তো।’’

কেউ আবার রণবীরের স্ত্রী আলিয়াকে উদ্দেশ করে লিলেছেন, “স্বামীকে কিছু শিখিয়ে-পড়িয়ে পাঠাতে পারেন তো।”তবে রণবীর ভক্তদেরও চুপ করে বসে থাকতে দেখা যায়নি,প্রিয় তারকার হয়ে তারাও প্রতিবাদ করে গেছেন মন্তব্য বিভাগে।

কমেন্টে একজন লিখেছেন, “কেন এধরনের ক্যাপশন দিয়ে লোকজনকে রণবীর সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে,এটা তো আসলে ফোনের বিজ্ঞাপনের শ্যুটিং।”

একজনের মন্তব্য, “এতটুকু বুদ্ধিও কারোর নেই!”অন্যজন লিখেছেন, “রণবীর কখনওই এটা করতে পারেন না, ও হল আসল রত্ন।”ভক্তদের বেশির ভাগই ভিডিওটি ‘প্রাঙ্ক’ হিসেবেই আখ্যা দিয়েছেন।

তবে কেন রণবীর ফোন ছুড়ে দিলেন,তা নিশ্চিত হওয়া যায়নি।রণবীরের তরফেও কোনো বক্তব্য আসেনি।

এই অভিনেতাকে পর্দায় শেষ দেখা গিয়েছে স্ত্রী আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়।শিগগিরিই শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমায় এবং ‘ভেগান অ্যানিমেল’ সিনেমায় রশ্মিকা মানদানার বিপরীতে দেখা যাবে কাপুর পরিবারের এই ছেলেকে।

আরও খবর

Sponsered content