শিক্ষা

এসএসসির পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড

  প্রতিনিধি ১০ মে ২০২৩ , ৪:৪৪:৫৩ প্রিন্ট সংস্করণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।ঢাকার ধামরাইয়ে এসএসসির পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে এমদাদুল হক নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মে) দুপুরে কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, হলটিতে ৮৬ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল।নিয়ম মতো একেকজন একেক সেটে পরীক্ষা দিচ্ছিল। ওই শিক্ষক নৈব্যক্তিকে ‘ঘ’ সেটের উত্তর সবাইকে বলে দিয়েছিলেন।হলের সবাই সেটিই পূরণ করে।বিষয়টি ধরা পড়ার পর হলের সবার পরীক্ষা স্থগিত করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন,আইনলঙ্ঘন করে ওই শিক্ষক শিক্ষার্থীদের উত্তর দিয়ে দিয়েছিলেন।সেটির প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া উপজেলার ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচ শিক্ষক ও কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের আট শিক্ষককে কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

আরও খবর

Sponsered content