রাজনীতি

অঝোরে কাঁদছেন ঈগল প্রতীকের প্রার্থী!

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৩ , ৪:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ

চাঁদপুর প্রতিনিধি।।অঝোরে কাঁদছেন; বারবার কান্নায় ভেঙে পড়ছেন।পথসভা-জনসভায় কাঁদছেন।বাড়ি বাড়ি গিয়েও কাঁদছেন।তিনি হচ্ছেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনি এলাকার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন।

তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে নেমেছেন। তার মার্কা ঈগল পাখি।

চাঁদপুর-৫ আসনটি দুইটি উপজেলা নিয়ে গঠিত।একটি হাজীগঞ্জ উপজেলা অপরটি শাহারাস্তি উপজেলা।এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৫৬১ জন।তার মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ২ লাখ ৮০ হাজারের মতো।আর শাহরাস্তিতে ২ লাখের কিছুটা বেশি।কিন্তু হাজীগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা বেশি থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী উপজেলা শাহারাস্তির ভোটার সংখ্যা কম হলেও হাজীগঞ্জ উপজেলা থেকে একটানা ৫ বারের মতো কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি।

ঈগল প্রতীকের প্রার্থী গাজী মো. মাঈনুদ্দিন তার নির্বাচনি প্রচারণায় বারবার কাঁদছেন আর বলছেন,আমাদের হাজীগঞ্জে ভোটার সংখ্যা বেশি থাকলেও আমরা সংসদ সদস্য পথটি পাচ্ছি না।এবার যেহেতু সুযোগ এসেছে এ সুযোগটি কাজে লাগানোর জন্য হাজীগঞ্জবাসীর কাছে কাঁদছেন তিনি।তিনি গত তিন দিন ধরে অসুস্থ থাকলেও বিভিন্ন পথসভা ও জনসভায় অংশগ্রহণ করে হাজীগঞ্জবাসীকে এ অনুরোধ করছেন।

এ আসনে নৌকা নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। এছাড়া কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও ঢাকা কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজও (ট্রাক) আছেন। তারা দুইজনেই শাহরাস্তি উপজেলার বাসিন্দা।

এদিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ (চেয়ার),মনির হোসেন (মশাল), আক্তার হোসেন (ছড়ি),বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা) নিয়ে নির্বাচন করছেন।

আরও খবর

Sponsered content