খেলাধুলা

সোহাগের অধিতর তদন্ত প্রতিবেদন জমা পড়েছে

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ৪:৪৩:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আর্থিক অনিয়ম ও নথিপত্র জালিয়াতির দায়ে ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।সেই নিষেধাজ্ঞার পাশাপাশি ৫১ পাতার রিপোর্ট দেয় ফিফা।সেই রিপোর্টের ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করে।আজ (রোববার) সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গণমাধ্যমকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,মাত্র মিনিট পাঁচেক আগে কমিটি আমাকে প্রতিবেদন দিয়েছে।আমি প্রথমে ধন্যবাদ দেই কমিটিকে,যারা দীর্ঘ সময় কষ্ট করে একটি প্রতিবেদন তৈরি করে আমাকে দিয়েছে।এখন আমরা দ্রুতই একটি নির্বাহী কমিটির সভা ডাকবো।সেই সভায় প্রত্যেকে প্রতিবেদন দেখবে। তারপর মতামত দেবে।সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।’

বাফুফের তদন্ত প্রতিবেদন প্রকাশ প্রসঙ্গে বাফুফে প্রধান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এটি প্রকাশ হলে কোনো সমস্যা দেখি না৷তারপরও এটি বোর্ডের সিদ্ধান্ত।কারণ বিষয়টি নির্দিষ্ট কোনো কমিটির নয়।’

আরও খবর

Sponsered content