সারাদেশ

সিলেটে বিএনপির সমাবেশস্থলের পাশ দিয়ে ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ২:৩৬:৫১ প্রিন্ট সংস্করণ

সিলেট প্রতিনিধি।।বিএনপির গণসমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠের পাশ দিয়ে বিশাল মোটরসাইকেল মহড়া দিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর রিকাবীবাজার থেকে চৌহাট্টা অভিমুখে ছাত্রলীগের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক নাইম আহমদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল মহড়া দিতে দেখা যায়। এ সময় সমাবেশস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজমান ছিল।

বিএনপি নেতা-কর্মীরা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আলিয়া মাদ্রাসা মাঠ অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হন।

মহড়ার সময় সমাবেশস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীরা মাঠের প্রধান ফটকে অবস্থান নিলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে দলের সিনিয়র নেতারা তাদের কর্মীদের মাঠের ভেতরে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, আমরা এসব বিষয়কে পাত্তা দিচ্ছি না। আমাদের মূল উদ্দেশ সমাবেশ সফল করা। সরকার ও তার দল নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে জণগণের মধ্যে সমাবেশকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী ১৯ নভেম্বর সমাবেশে গণজোয়ারে তাদের সকল যড়যন্ত্র বিফলে যাবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের অবস্থান করছি। ছাত্রলীগের মিছিলের পর আমরা নগরের রিকাবীবাজার ও চৌহাট্টায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি শান্ত রাখতে আমরা মাঠে আছি।

মিছিলের পর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।

আরও খবর

Sponsered content