সারাদেশ

চন্দ্রদ্বীপ-এ্যাডভেঞ্চার -১ লঞ্চের সঙ্গে সংঘর্ষে আহত-২০ যাত্রী

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৪ , ৯:১৬:৩৯ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।বরিশালে পলাশপুর মোহাওম্মদপুর চরে সকালে ৬.০০মিনিটে ঢাকা থেকে আশা এ্যাডভেঞ্চার -১ লঞ্চে সাথে পলাশপুর মোহাম্মদ পুর চরের মাথায় এমভি চন্দ্রদ্বীপ লোকাল লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়।এসময় লঞ্চটির সামনে থেকে ধুমসে মুচড়ে যায়।

চন্দ্রদ্বীপ লঞ্চের মোঃমিলন মাষ্টার বলেন,শুক্রবার সকাল ৬: টার সময় বরিশাল লঞ্চঘাট থেকে পাতারহাট টু মজুচৌধুরীর হাটের উদ্দেশ্য ঘাট ত্যাগ করেন।তার বিশ মিনিটের মধ্যে এ্যাডভেঞ্চার লঞ্চের সাথে দূর্ঘটার কবলে পড়ে।এসময় বিশ জনের মত আহত হয়।দুই নারী গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ ভর্তি করানো হয়েছে।আর বাকি লোকজনকে স্থানীয় চিকিৎসা নিয়ে চলে গেছে।

এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষের মোবাইলে ফোন দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

এবিষয়ে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ জলিল বলেন,কীর্তনখোলা নদীতে লঞ্চ দূর্ঘটনার বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।তবে ঘন কুয়াশার কারণে এই ঘটনা ঘটে।

আরও খবর

Sponsered content