বিনোদন

সিবিসিসিআইয়ের শুভেচ্ছাদূত হয়েছেন-নিপুণ

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৩৮:১০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার।অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন।তারই মাঝে অভিনেত্রীর কাঁধে এলো নতুন দায়িত্ব।

জানা গেছে,কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- সিবিসিসিআইয়ের শুভেচ্ছাদূত হয়েছেন নিপুণ।

কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সিবিসিসিআই আয়োজিত ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠান।

চলতি বছরের ৬ থেকে ৮ অক্টোবর কানাডার টরন্টোয় হতে যাচ্ছে এ বাণিজ্য উৎসব।সেই উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন উচ্চ আদালতের রায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত নিপুণ আক্তার।

উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন,এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব।আমি চেষ্টা করব আন্তরিকতার সঙ্গে ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।’

এদিকে পেশাগত কাজের ক্ষেত্রে নিপুণ সম্প্রতি‘ভাষার জন্য মমতাজ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে তাকে দেখা যাবে নাম ভূমিকায়,অর্থাৎ মমতাজ বেগমের চরিত্রে।তার বিপরীতে আছেন গাজী আব্দুন নূর। ছবিতে নূরের চরিত্রটির নাম মান্নাফ।

‘ভাষার জন্য মমতাজ’ পরিচালনা ও প্রযোজনা করছেন সারোয়ার তামিজউদ্দিন।চিত্রনাট্যও তার লেখা।মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হবে সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবি।ইতিহাসভিত্তিক ‘ভাষার জন্য মমতাজ’-এ নিপুণের চরিত্রটিও ঐতিহাসিক।

আরও খবর

Sponsered content