জাতীয়

সিটি কর্পোরেশন সংশোধন আইন, ২০২৩’ খসড়া নীতিগত অনুমোদন

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ১:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচনের সময় কমিয়ে আনা ও কাউন্সিলরদের ছুটি কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (০৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন,করপোরেশনের মেয়াদ শেষে আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হতো।এখন তিন মাসের মধ্যে করতে হবে।

আর শপথ নেওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে প্রথম বৈঠক করতে হবে।

কাউন্সিলরদের ছুটি কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আগে কাউন্সিলররা তিন মাস ছুটি ভোগ করতে পারতেন।

এখন এটা কমিয়ে এক মাস করা হয়েছে।কোনো ওয়ার্ড কাউন্সিলর দেশের বাইরে থাকলে আগে পার্শ্ববর্তী ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব পালন করতেন,এখন সংরক্ষিত কাউন্সিলর সেই দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,কোনো ব্যক্তি বা মালিকানায় কোনো রাস্তা,ডোবা নিজ উদ্যোগে পরিষ্কার না করা হলে জরিমানা করা যাবে।এজন্য সিটি করপোরেশন নির্দেশনা দেবে। নির্দেশনা না মানলে জরিমানা করা হবে।

তিনি বলেন,জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ করবে।আগে এটা ওয়াসার কাজ ছিল। আগে ওয়াসা স্যুয়ারেজ লাইন এবং বৃষ্টির লাইনের কাজ করতো।সিটি করপোরেশন ছোট ছোট ড্রেনের লাইনের কাজ করতো।এখন তারা বড় বড় লাইনের কাজও করবে।

তিনি আরও বলেন,সিটি করপোরেশনে বর্তমানের ‘সচিব’ পদের পরিবর্তে ‘নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।

আরও খবর

Sponsered content