স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

সরকারি চিকিৎসকের মায়ের ট্রলি এগিয়ে দিয়ে অতিরিক্ত ৩০০ টাকা দাবী করেছে, একই হাসপাতালের ওয়ার্ড বয়!

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২২ , ১:৩৮:১৩ প্রিন্ট সংস্করণ

গোলাম রব্বানী।।সারাদেশে একই চিত্র! আজ দেখলাম, এক সরকারি চিকিৎসকের মায়ের ট্রলি এগিয়ে দিয়ে অতিরিক্ত ৩০০ টাকা দাবী করেছে, একই হাসপাতালের ওয়ার্ড বয়!

আয়া, ক্লিনার, ওয়ার্ড বয়, আনসার, এম্বুলেন্স ড্রাইভার, দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রতিটি সরকারি হাসপাতালে, সমস্যা সবাই জানে, সমাধানের যোগ্যতা নেই দায়িত্বশীলদের। কর্তৃপক্ষের চরম ব্যর্থতা, উদাসীনতায় ভুক্তভোগী লাখো কোটি মানুষ।

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, এসব সমস্যা সমাধানে আপনার যে স্বদিচ্ছা আছে, তার নমুনা দেখিতে চাই।
পরীক্ষামূলকভাবে যেকোনো একটা সরকারি হাসপাতাল এক মাসের জন্য তদারকির অফিসিয়াল দায়িত্ব দেন সরকারি অনুমোদন প্রাপ্ত সামাজিক সংগঠন, Team Positive Bangladesh (TPB)’কে। যদি এসব সমস্যা সমাধান করতে না পারি, জাতির কাছে ক্ষমা চেয়ে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করছি।

তারের মতো স্ট্রেইট সোজা করে ফেলবো সরকারি হাসপাতালের সাধারণ মানুষকে জিম্মি করা সব অপকর্ম আর দুর্নীতির সিন্ডিকেট!

আরও খবর

Sponsered content