লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

সবাই আমার-দিনশেষে আমি কার??

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ১১:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বিয়ে হইছে ১২ বছর।এতগুলো বছর ধরে নিজের শখ,ভালোলাগা সব বাদ দিয়ে সবার খেয়াল রাখলাম,মন জুগিয়ে চললাম অথচ আজ আমিই আমার মনের নাগাল পাই না…কি ভীষণ যন্ত্রণা!সারাদিন কাজ করি।বাসায় কাজের লোক নেই।শ্বশুর পুরোই বেডে।শাশুড়ির কিডনির সমস্যা,ডায়াবেটিস,থাইরয়েড।বড় মেয়েটা ক্লাস ফোরে।তার পড়াশোনা স্কুলে আনা নেয়া,বাজার,শ্বশুর শাশুড়ির ঔষধ,ডাক্তারবাড়ি সব আমি।

আমার সংসার,আমার সন্তান,আমার স্বামী,আমার শ্বশুর শাশুড়ি।আমার বাবা মা আমার আত্নীয় স্বজন।সবাই আমার।অথচ দিনশেষে আমি কার??এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজ বড্ড ক্লান্ত আমি।

আমি অসুস্থ হলে আমাকে ডাক্তার এর কাছে নিয়ে যাওয়ার কেও নেই।এর পরেও শুধু তাকদীর ভেবেই সব মেনে নিয়েছি।পড়াশোনা বাদ দিলাম ছোট মেয়েটা হওয়ার সময়।গ্রাজুয়েট কম্পলিট করে ও চাকরির চেষ্টা করিনি শ্বশুর শাশুড়ি অসুস্থ বলে।আমার বাড়ি আমার ঘর অথচ সেই ঘরে আমার ই কোন স্বাধীনতা নেই।ইচ্ছে হলেও কোথাও যেতে পারিনা।

বাবার বাড়ি মাত্র ১৫মিনিট এর পথ।তবুও যেতে চাইলে হাজার টা বারণ।সবার খেয়াল রাখতে রাখতে আজ আমার খেয়াল রাখার কেও নেই।সবার কি লাগবে জানতে চাইতে চাইতে আজ আমার প্রয়োজন গুলো ভুলতে বসেছি!

এভাবেই জীবন চলছে।তবুও অপেক্ষা করি দিনশেষে কেও একজন বলুক ‘তোমার কি চাই?’

আরও খবর

Sponsered content