সারাদেশ

শেবাচিমের ছাত্রী র্যাগিংয়ের শিকার বিচার চেয়ে বাম দলের স্মারকলিপি পেশ

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ১:২০:২৪ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের ছাত্রী হলে র‍্যাগিংয়ের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার এবং ভবিষ্যতে র‍্যাগিং প্রতিরোধ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি পেশ করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার দুপুর বরোটায় শেবামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জি.এম নাজিমুল হকের কাছে এ স্মারকলিপি পেশ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদার,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী,বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকনসহ বাম জোটের নেতৃবৃন্দ ।

আরও খবর

Sponsered content