প্রতিনিধি ১৭ জুন ২০২৩ , ২:০১:৫৫ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,স্মার্ট বাংলাদেশ চারটি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট সিটিজেন,স্মার্ট এডুকেশন,স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি। স্মার্ট নাগরিক না হলে স্মার্ট অর্থনীতি হবে না,স্মার্ট সরকার হবে না,স্মার্ট সমাজ হবে না।শিক্ষাই স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার।শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর।

শনিবার ১৭ জুন দুপুরে চাঁদপুরে পুরান বাজার ডিগ্রী কলেজ মিলনায়তনে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সেই স্মার্ট নাগরিক তৈরি করবেন আপনারা (শিক্ষক),যারা মানুষ গড়ার কারিগর।আপনারাই সেই স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর।শিক্ষাই হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। আর শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর।
স্মার্ট শিক্ষা শেখ হাসিনার বাংলাদেশের প্রতিপাদ্যকে সামনে রেখে নিন্ম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির দায়িত্ব পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাসসহ জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা।












