অপরাধ-আইন-আদালত

লক্ষ্মীপুরে র্যাবের মহড়া অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ৪:৩১:০৫ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বিশেষ মহড়া (রোবাস্ট প্যাট্রল) দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ১১।এ মহড়ায় মানুষের জানমাল রক্ষা ও নাশকতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের বিষয় জানান দিয়েছে র‌্যাব।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে এ মহড়া দেয় র‌্যাব-১১’র সদস্যরা।
র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান,বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারে র‌্যাব সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছে র‌্যাব। সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছে।

তিনি বলেন,দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ন,নিরাপত্তা জোরদার,অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে র‌্যাব মানুষের পাশে দাঁড়িয়েছে।

র‌্যাব-১১ এর উপপরিদর্শক (এসআই) মৃদুল জানান, দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে টহল মোতায়েন রাখা হয়েছে।এ টহল অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content