প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৪ , ১:৪০:১৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সোমবার (২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত লিখিত পরীক্ষা বাতিল করা হলো।’
এতে আরও বলা হয়,ওই পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।















