আরো

রাস্তার মাঝেমধ্যে কখনো সাদা বা হলুদ রঙের দাগ অর্থ কী?

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ১২:২৮:৩৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।লং ড্রাইভে গেলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে রাস্তার মাঝেমধ্যে কখনো সাদা বা হলুদ রঙের দাগ।কিন্তু বেশিরভাগ মানুষ এইসব লাইনের মানেই জানে না। আসলে দুর্ঘটনা এড়ানোর জন্য এই ধরনের লাইন টানা হয়। আপনি কি জানেন রাস্তার মাঝেখানে ছাড়া ছাড়া সাদা রঙের দাগের অর্থ কী?এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

প্রশ্নঃ রাস্তার মাঝখানে সাদা রঙের ছাড়া ছাড়া লম্বা দাগের অর্থ কী জানেন?

উত্তরঃ যদি রাস্তার মাঝখানে সাদা রঙের ছাড়া ছাড়া লম্বা দাগ দেখতে পান তাহলে সেই রাস্তায় দ্রুত গাড়ি চালাতে পারবেন না।এর মানে ওই রাস্তায় যে যানবাহন এগিয়ে যাচ্ছে তাকে ওভারটেক করা উচিত নয়।নাহলে,দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

আরও খবর

Sponsered content