আন্তর্জাতিক

রাশিয়া-ন্যাটো সংঘর্ষ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ-পুতিন

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ৫:১২:২৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পশ্চিমাদের সতর্ক করে বলেছেন,রাশিয়া-ন্যাটো সংঘর্ষ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে থাকবে পৃথিবী।তবে এই ধরনের দৃশ্য খুব কম লোকই দেখতে চায়।

রাশিয়ার আগ্রাসনের জেরে দুই বছর আগে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সঙ্কটের পর থেকে পশ্চিমের সাথে মস্কোর সম্পর্কের গভীরতম সঙ্কটের সূচনা করেছে।এরপর থেকে পুতিন প্রায়ই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে এসেছেন।অবশ্য তিনি বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি।

এছাড়া পুতিন বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে যুদ্ধের জন্য সৈন্য পাঠালে সেটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।

উল্লেখ্য,টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।তথাপি পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।এহেন পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটোর সাথে রাশিয়ার সঙ্ঘাতের শঙ্কাও অনেকে প্রকাশ করছেন।

আরও খবর

Sponsered content