আন্তর্জাতিক

রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল পাঠাল-তেহরান

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৫৮:২০ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরান রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। ছয়টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

খবর অনুসারে,দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হয়েছে এটি তার প্রমাণ।যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল পাঠাল তেহরান।

ইরানের তিনটি সূত্র জানিয়েছে,ইরানের প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।এর মধ্যে ফাতেহ-১১০ পরিবারের জোলফাগারের মতো স্বল্প পাল্লার ব্যালিস্টিক অস্ত্রও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন,রোড-মোবাইল এই ক্ষেপণাস্ত্রটি ৩০০ থেকে ৭০০ কিলোমিটার (১৮৬ থেকে ৪৩৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রেভল্যুশনারি গার্ড এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ইরানের একটি সূত্র জানিয়েছে,গত বছরের শেষ দিকে তেহরান ও মস্কোয় ইরান ও রাশিয়ার সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠকে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পর জানুয়ারির শুরুতে এই চালান পাঠানো হয়।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares