শিক্ষা

রাবি’র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামীকাল

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১২:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

রাবি প্রতিনিধি।।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকে। গতবছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে রাবিতে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,আগামীকাল (সোমবার) দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে।১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে এ আবেদন।

এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা নির্ধারণ করেছে প্রশাসন।চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য গতবছরের ন্যায় ১১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা করা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

৫ মার্চ ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৬ মার্চ ‘এ’ ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫। ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা,১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি আবেদনের শর্তে বলা হয়েছে, ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৭.০০, বাণিজ্য থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

এছাড়া জিসিই (ও) পর্যায়ে পরীক্ষায় পাঁটটি বিষয়ে (এ) পর্যায়ে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।উভয় পর্যায়ে মোট ৭ বিষয়ের মধ্যে ৪টিতে বি এবং ৩টিতে সি পেতে হবে। তাছাড়া ইংরেজি প্রশ্নপত্রে কেউ পরীক্ষা দিতে আগ্রহী হলে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

প্রাথমিক আবেদন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে।প্রার্থীর ভর্তি সংক্রান্ত সব তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে।এরপর ‘submit’-এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে চার ডিজিটের একটি PIN নম্বর পাঠানো হবে।প্রাপ্ত PIN নম্বরটি নির্ধারিত বক্সে লিখে ‘Verify PIN’ -এ ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। মোবাইল নম্বর ভুল হলে ‘Edit Mobile No.’ লিংকে গিয়ে নম্বরটি সংশোধন করা যাবে।

মোবাইল নম্বর নিশ্চিত করলে প্রার্থীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার তথ্যসহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা প্রদর্শিত হবে।আবেদনকারী যে যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক (√) চিহ্ন দিয়ে ‘submit’-এ ক্লিক করতে হবে। আবেদনকারীকে সদ্য তোলা একটি 300×400 পিক্সেল সাইজের স্পষ্ট রঙ্গিন JPG ফরমেটের ছবি আপলোড করতে হবে।ছবির ফাইল সাইজ কোনো মতেই ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে না।

সঠিকভাবে ছবি আপলোডের পর আবেদনকারীকে তার কোটা/কোটাসমূহ (সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে) সিলেক্ট করতে হবে। FFQ-এর আবেদনকারীকে অতিরিক্ত দুটি অপশন (পুত্র/কন্যা,নাতি/নাতনী)-এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে।যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ২ মেগাবাইট) একটি মাত্র JPG/PDF ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে।

প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর ‘Next’ বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীর তথ্যাবলি প্রদর্শিত হবে। কোনো তথ্য ভুল থাকলে ‘Back’ বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে। ‘submit Preliminary Application’ বাটনে ক্লিক দিলে প্রার্থীর প্রাথমিক আবেদনের তথ্যাদি প্রদান সম্পন্ন হবে এবং একটি স্লিপ পাওয়া যাবে। স্লিপে আবেদনকারীর Application ID, Bill Number এবং ফি-এর পরিমাণ ৫৫ টাকা মুদ্রিত থাকবে।

ফ্লিপটির নিচের দিকে অবস্থিত ‘Download Payslip’ বাটনে ক্লিক করে ক্লিপটি প্রিন্ট বা সংরক্ষণ করা যাবে। এ স্লিপে প্রদত্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন হবে। ‘OK’ বাটনে ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সমাপ্ত হবে। প্রাপ্ত ‘Bill Number’ ব্যবহার করে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

আরও খবর

Sponsered content